রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার বাসিন্দা অসহায় রিকশাচালক ফরিদ শেখের পাশে দাঁড়ালেন প্রবাসী নজরুল ইসলাম মোল্লা।
দৌলতদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা ফরিদ শেখ পেশায় একজন রিকশাচালক। পরিবারের একমাত্র উপার্জনোক্ষম লোক তিনি। আয়ের একমাত্র বাহন রিকশা। হঠাৎ রিকশার ব্যাটারি চুরি হওয়ায় বিপাকে পড়ে যান ফরিদ। বেশ কয়েকদিন তার আয়ের একমাত্র অবলম্বন রিকশার ব্যাটারি হারিয়ে মানবেতর জীবন-যাপন করছিলেন তিনিসহ পরিবারের সদস্যরা। খেয়ে-না খেয়ে দিন পার করতে হচ্ছিল পারিবারটির।
ভুক্তভোগী পরিবারটির অসহায়ত্বের কথা শুনে এগিয়ে আসেন প্রবাসী মো. নজরুল ইসলাম মোল্লা। প্রবাসে থেকেও নিজ পরিবারের মাধ্যমে তাৎক্ষণিকভাবে অসহায় ফরিদ শেখের রিকশার ব্যাটারি কেনার জন্য বুধবার (১১ অক্টোবর) সকালে আলোড়ন সামাজিক সংগঠনের কার্যালয় থেকে ভুক্তভোগী পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী নজরুল ইসলামের পিতা আলহাজ আলী নেওয়াজ মোল্লা, দৌলতদিয়া ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নান্নু শেখ, স্থানীয় সমাজসেবক হালিম মিয়া, আয়ুব আলী মোল্লা, আজাদ শেখ, আলোড়ন সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা নাজমুল ইসলাম ফারাবী প্রমুখ।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ