বগুড়ার আদমদীঘিতে দাদিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নাতি মিম (২৩)-এর মৃত্যু হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) সকালে উপজেলা সদর ইউনিয়নের দিঘড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিম একই গ্রামের জাকারিয়ার ছেলে।
জানা যায়, বুধবার সকালে নিজ বাড়ির উঠানে গরুর খামারে দাদি মনোয়ার (৭০) বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে নাতি দাদিকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের অন্য সদস্যরা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে আদমদীঘি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাতিকে মৃত ঘোষণা করেন। তবে দাদি মনোয়ার বেগম চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নয়া শতাব্দী/এসএ/এমটি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ