ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

সমুদ্রে গোসলে নেমে ফটোগ্রাফার নিখোঁজ

প্রকাশনার সময়: ১০ অক্টোবর ২০২৩, ১৮:২৯

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ সাগর (১৭) নামের এক ফটোগ্রাফার নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (১০অক্টোবর) দুপুর ২টার দিকে সমুদ্র সৈকতের সীগাল পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ফটোগ্রাফার মোহাম্মদ সাগর উখিয়া কাস্টমস এলাকার বাসিন্দা। তিনি কক্সবাজার সমুদ্র সৈকতে ফটোগ্রাফি করেন।

বিষয়টি নিশ্চিত করেন সমুদ্র সৈকতে নিয়োজিত সি লাইফ গার্ডের সুপারভাইজার জয়নাল আবদিন ভুট্টু।

তিনি বলেন, নিখোঁজ ফটোগ্রাফার ও তার আরেক বন্ধু মিলে সৈকতে গোসল করতে নামেন। তারা দুইজন সাগরের হাঁটু পরিমাণের কম পানিতে গোসল করছিলেন। গোসল করতে গিয়ে একপর্যায়ে স্রোতের টানে তারা ভেসে যায়। আমরা একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও অপরজনকে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজ ফটোগ্রাফারকে উদ্ধারের কার্যক্রম চলছে। আমরা চেষ্টা করে যাচ্ছি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ