চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে পৃথক সময়ে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সোনাইছড়ি ইউনিয়নের নাজিম উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল নোমান (১৭)। একই ইউনিয়নের মৃত বসন্ত দাসের ছেলে গোপাল দাস (৭০)। আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়। অপরদিকে রাত ১০টার দিকে মোটরসাইকেলচালক আব্দুল আল নোমান পথচারী গোপাল দাসকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই পথচারী গোপাল দাস নিহত হন। পরে স্থানীয়রা মোটরসাইকেল চালক আব্দুল্লাহ আল নোমানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রোববার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
বার আউলিয়া হাইওয়া থানার (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। একটি বাস আটক করা হয়েছে। উভয় দুর্ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ