গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ রতন মিয়া (৪৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) সকাল সোয়া ১০টায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত রতন মিয়া টঙ্গী ব্যাংকের মাঠ এলাকার সিরাজুল মৃধার ছেলে। তিনি টঙ্গী থানার একটি মাদক মামলায় কারাগারে বন্দি ছিলেন।
কারা সূত্রে জানা যায়, শনিবার সকাল পৌনে ৮টার দিকে রতন মিয়া কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল
কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার আমিরুল ইসলাম (ভারপ্রাপ্ত) এ তথ্য নিশ্চিত করে বলেন, রতন মিয়া টঙ্গী পূর্ব থানার এক মাদক মামলায় গ্রেফতার হলে গত ২৩ সেপ্টেম্বর গাজীপুর জেলা কারাগার থেকে কাশিমপুর কারাগারে আনা হয়। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নয়া শতাব্দী/এসএ/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ