ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

প্রকাশনার সময়: ০৬ অক্টোবর ২০২৩, ২৩:৫৬

ব্রাহ্মণবাড়িয়া সদরে বিদ্যুৎস্পৃষ্টে হৃদয় মিয়া (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন।

শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে জেলা সদরের গোকর্ণঘাট এলাকায় রশিতে ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।

হৃদয় মিয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের নরসিংসার গ্রামের হোসেন মিয়ার ছেলে। তার পরিবার গোকর্ণঘাট এলাকার পশ্চিম পাড়ায় ভাড়া থাকে।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন।

তিনি জানান, গোসল শেষে হৃদয় ভেজা কাপড় রশিতে শুকাতে দেন। এসময় পাশের বিদ্যুতের তারের সঙ্গে কাপড়ের স্পর্শ লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন হৃদয়। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ