ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

তিস্তায় ভেসে আসা ভারতীয় দুই যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশনার সময়: ০৬ অক্টোবর ২০২৩, ২২:০২

লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ এলাকার তিস্তা নদীর চর থেকে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধারের পরে আজ শুক্রবার সকালে একই স্থান থেকে আরও এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ওই মরদেহগুলো ভেসে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার স্থানীয়রা তিস্তা নদীতে মাছ ধরতে যান। পরে সন্ধ্যায় এক যুবকের মরদেহ ধান খেতে পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে রাতেই মরদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। একই এলাকায় আজ শুক্রবার আরও এক যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, তিস্তা নদীর একই স্থান থেকে পর পর দুদিন দুই যুবকের মরদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তারা ভারতের নাগরিক। মরদেহ পানির স্রোতে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ