ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ঝড়ে ঘরচাপায় গৃহবধূর মৃত্যু

প্রকাশনার সময়: ০৬ অক্টোবর ২০২৩, ১৯:০৫

ফরিদপুরের ভাঙ্গায় ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে ঝর্ণা বেগম (২১) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।

শুক্রবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত উপজেলার ছোট হামিরদী গ্রামের শাহাবুদ্দিন শেখের স্ত্রী।

স্থানীয়রা জানায়, টিনের ঘরে গাছ ভেঙে পড়ে ঘরচাপায় গৃহবধূর মৃত্যু হয়। এ ছাড়া ঝড়ে আজিমনগর ইউনিয়নের পুকুর পাড়, কর্ণিকান্দা, তাড়াইল, ঈশ্বরদী গ্রাম, চান্দ্রা ইউনিয়নের পুলিয়া গ্রাম এবং হামিরদী ইউনিয়নের ছোট হামিরদী, বড় হামিরদী গ্রামের দেড় শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে গেছে। এ সময় কয়েকশ গাছ ভেঙে গিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। জেলা প্রশাসক মো. কামরুল আহসান তুলকদার আজ (শুক্রবার) দুপুর ১২টার দিকে আজিমনগর ইউনিয়নের ৩০টি পরিবারকে ১০ কেজি করে চাল, দুই কেজি করে ডাল, এক লিটার করে তেল বিতরণ করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত বাকিদের সহায়তা করার আশ্বাস দিয়েছেন। ক্ষতিগ্রস্তদের মধ্যে পরে টিনও বিতরণ করা হবে।

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নিয়েছি। কিছু সাহায্যও করেছি। বাকিদের তালিকা করে সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।

নয়া শতাব্দী/এসএ/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ