নাটোরের লালপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে মানবকল্যাণ মডেল হাসপাতাল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএম শাহাবুদ্দিন লালপুর সদরে অবস্থিত হাসপাতালটি পরিদর্শনে এসে এ ঘোষণা দেন।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, হাসপাতালে রোগী ভর্তি থাকলেও সেখানে কোনো ডাক্তার চোখে পড়েনি। হাসপাতালের লাইসেন্স নবায়ন করা ছিল না। এ ছাড়া বিভিন্ন অনিয়ম থাকায় হাসপাতালটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।
নয়া শতাব্দী/এসএ/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ