প্রধান জ্বালানি ফ্রেশ ফুয়েল ইউরেনিয়াম দেশে আসার পর পরীক্ষামূলক উৎপাদনের অপেক্ষায় থাকা পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ২হাজার ১২১ মেট্রিক টন মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে রাশিয়ার পতাকাবাহী জাহাজ ‘এমভি ইয়ামাল অরলান’।
মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে এই জাহাজটি নোঙ্গর করে। বিকালে জাহাজ থেকে এসব পণ্য জেটিতে খালাসের কাজ শুরু হয়েছে।
রাশিয়ার এমভি ইয়ামাল অরলান জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স ইন্টার পোর্ট শিপিংয়ের ম্যানেজার অসীম কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৬৬৮ প্যাকেজে থাকা ২ হাজার ১২১ মেট্রিক টন মেশিনারি পণ্য নিয়ে গত ৩১ আগস্ট রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে মোংলার উদ্দেশে ছেড়ে আসে ইয়ামাল অরলাম জাহাজটি। যা মঙ্গলবার দুপুর ১টায় মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়েছে। বিকেলে জাহাজ থেকে এসব মেশিনারি পণ্য জেটিতে খালাসের কাজও শুরু হয়েছে। খালাস করা এসব মেশিনারি পণ্যের অধিকাংশই সড়ক পথে আর ভারি কিছু মালামাল নদী পথে দ্রুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেয়া হবে।
এরআগে গত ১৬ সেপ্টেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে এসেছিল এমভি স্যাপোডিলা নামের একটি জাহাজ।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ