ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

গলায় রশি পেঁচানো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশনার সময়: ০২ অক্টোবর ২০২৩, ১৫:৩৫

মুন্সীগঞ্জের লৌহজংয়ে গলায় রশি দেওয়া অবস্থায় পুকুরে ভাসমান অজ্ঞাত যুবকের (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ হলদিয়ার তিন দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

একটি পুকুরে মরদেহটি দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে এক মহিলা হাঁস খোঁজতে গিয়ে ওই যুবকের মরদেহটি দেখতে পান। পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন চলে আসেন।

স্থানীয় মেম্বার শাহীন সরদার জানান, ছেলেটি আমাদের এলাকার না। কেউ চিনে না তাকে। গলায় রশি পেঁচানো অবস্থায় পুকুর থাকতে দেখা যায়। বয়স আনুমানিক ১৫-১৭ হবে। পুলিশকে কল করেছি। ওনারা এসে মরদেহটি উদ্ধার করেছেন। ধারণা করছি এটা হত্যাকাণ্ড হবে। কেন না মুখমন্ডলে আঘাতের চিহ্ন সেই সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নির্জন স্থানে ফেলে রেখে গেছে।

এ বিষয়ে লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোন্দকার ইমাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা একটি হত্যাকাণ্ড। যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ