ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

প্রতিমা তৈরিতে ব্যস্ত কামারখন্দের কারিগররা

প্রকাশনার সময়: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৮

সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। আসন্ন এই উৎসবকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের কামারখন্দের ভদ্রঘাট পালপাড়ার প্রতিমা তৈরির কারিগররা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিমা তৈরিতে ব্যস্ত তারা।

বাড়ির নারীরাও বসে না থেকে পুরুষদের সাথে সমান তালে তাল মিলিয়ে প্রতিমা তৈরির কাজ করছেন। প্রায় ৩ মাস আগে থেকে প্রতিমা তৈরির কাজ করছেন কারিগররা। তবে আগের তুলনায় এবছর কাজের চাপ বেশি বলে জানান তারা।

খড় দিয়ে বিভিন্ন প্রতিমার আকার তৈরি করে বাঁশের সাথে দাঁড় করিয়ে কাদা মাটি লাগিয়ে রোদে শুকিয়ে বেশকিছু সময় রাখার পর রং করতে হয়। তবে এখনো শুরু হয়নি রঙয়ের কাজ।

কামারখন্দের ভদ্রঘাট পালপাড়াতে জেলার বিভিন্ন এলাকা থেকে কিনতে আসে এই প্রতিমা, আবার কেও কেও অনেক আগে থেকেই দিয়ে রেখেছে অর্ডার।

প্রতিমা তৈরির কারিগররা জানান, গত বছরের তুলনায় এবছর মাটিসহ বেড়েছে সব কিছুর দাম কিন্তু বাড়েনি আমাদের মুজুরি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ