চুয়াডাঙ্গায় পারিবারিক কলহের জেরে স্বামীর রডের আঘাতে স্ত্রী নয়নতারা (৩৫) নিহত হয়েছেন। এ সময় তার মেয়ে ৮ম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস টুনি (১৬) আহত হয়েছেন।
সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া কলোনীপাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত নয়নতারা মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের আনসার আলীর মেয়ে। ১৮ বছর আগে চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া কলোনীপাড়ায় আনোয়ার হোসেনের সাথে তার বিয়ে হয়। ঘটনার পরপরই হত্যাকারী আনোয়ার হোসেন পালিয়ে যায়।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। এরই একপর্যায়ে স্বামী আনোয়ার হোসেন ঘরে থাকা লোহার রড দিয়ে তার স্ত্রী নয়নতারার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার মেয়ে টুনি আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিছুজ্জামান লালন বলেন, ঘটনার পরপরই হত্যাকারী আনোয়ার হোসেন পালিয়ে যায়। তাকে ধরতে অভিযান অব্যাহত আছে। নয়নতারার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নয়া শতাব্দী/এমবি/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ