ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর র্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানি অধিনায়ক কে এম শাইখ আকতার বাবলুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার হওয়া বাবলু মোল্যা (৫০) জেলার ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ এলাকার তোতা মিয়ার ছেলে।
এরআগে রোববার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে জেলার নগরকান্দা উপজেলার কাইচাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১০। তার বিরুদ্ধে মাদক মামলায় সাজা হওয়ার পর থেকে বিভিন্ন ছদ্মবেশে পলাতক থেকে মাদক কারবার চালিয়ে যাচ্ছিলেন।
গ্রেফতার বাবলুকে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
নয়াশতাব্দী/এমটি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ