ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

মাগুরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশনার সময়: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৪

মাগুরায় বজ্রপাতে মিরাজ মীর (২৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাঘবদাইড় ইনিয়নের পদ্ম বিলে এ ঘটনা ঘটে । নিহত মিরাজ দোড়ামথনা গ্রামের কামাল মীরের ছেলে।

নিহতের ছোট ভাই আনোয়ার হোসেন নান্টু বলেন, দুপুরে পদ্ম বিলের গোটা আকাশ কালো মেঘে ঢেকে য়ায়। সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যে মিরাজ ধানের জমিতে কাজ করা অবস্থায় তার উপর বজ্রপাত হয়। বজ্রপাতে তার সারাশরীর পুড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পাশের জমিতে থাকা অন্য কৃষকরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগে ডাক্তার কৃষ্ণপদ বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার এসআই হাফিজুর রহমান বলেন, দোড়ামথনা গ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। পরিবারের কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তার করা হয়েছে।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ