ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

দুঃশ্চিন্তায় মার্কিনীরা ভিসানীতি প্রয়োগ করেছে : মেনন

প্রকাশনার সময়: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০১ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৩

নির্বাচনের আগে নির্বাচন নিয়ে দুঃশ্চিন্তায় মার্কিনীরা ভিসানীতি প্রয়োগ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন। এই ভিসানীতি প্রয়োগকে ঝিকে মেরে বউকে দেখানোর শামিল। তাদের আসল লক্ষ্য সরকারকে ভয় দেখানো। সরকার যাতে তাদের কাছে নতজানু হয়ে ইন্দো প্যাসিফিক নীতি মেনে বঙ্গোপসাগরে তাদের অবস্থান নিশ্চিত করে। কিন্তু এদেশের মানুষকে সপ্তম নৌবহর পাঠিয়েও ভয় দেখানো যায়নি। এদেশের মানুষই মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছে। এবার কারো হুকুম জারিতে নয়, দেশের জনগণই শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের লালপুরে আখচাষি নেতা শহীদ কমরেড আব্দুস সালামের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কমরেড আব্দুস সালাম ছিলেন আখচাষিদের প্রাণের নেতা। শ্রমজীবি মানুষের নেতা।

রাশেদ খান মেনন বলেন, আখচাষীদের মৌলিক অধিকারে মিল কর্তৃপক্ষ ও প্রশাসন কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারবে না। আখচাষিদের আখ বিক্রির বকেয়া দ্রুত ফিরিয়ে দিতে হবে। চিনিকলকে আধুনিকীকরণ ও বহুমুখী করণের মাধ্যমে চিনি উৎপাদন চিনিকলও কেরু অ্যান্ড কং এর মতো লাভজনক হবে।

লালপুর উপজেলার গোপালপুর কড়ইতলায় জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে আব্দুস সালামের সঞ্চালনায় স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য নুর আহমেদ বকুল, মিজানুর রহমান মিজান, কৃষকনেতা আব্দুল করিম, মতিউর রহমান, শ্রমিক নেতা মিজানুর রহমান মিজান, শহীদ আব্দুস সালামের ভাই আবুল কালাম আজাদ প্রমুখ।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ