ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

কেন্দুয়ায় বজ্রপাতে মাদরাসাছাত্রের মৃত্যু

প্রকাশনার সময়: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৭

নেত্রকোনার কেন্দুয়ায় বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে রিফাত মিয়া ( ১১) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে পাটেশ্বরী নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। রিফাত উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বেজগাঁও গ্রামের ইউপি সদস্য রতন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে রিফাত পাটেশ্বরী নদীতে বরশি দিয়ে মাছ ধরতে যায়। পরে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে নদীর পাড়ে আমগাছের নিচে সে আশ্রয় নেয়। পরে আমগাছের উপর বজ্রপাত হলে সে আহত হয়। পরে লোকজন তাকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এ কে ফজলুল হক কাজল তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বলাইশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, ইউপি সদস্য রতন মিয়ার ছেলে মাদরাসাছাত্র রিফাত মিয়া বজ্রপাতে মারা যায়।

কেন্দুয়া থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, বজ্রপাতে রিফাত নামে এক মাদরাসাছাত্র মারা গেছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ