মানিকগঞ্জের হরিরামপুরে বন্যার পানিতে ভেসে গিয়ে নির্মলা দাস (৭০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে হরিরামপুর উপজেলার বয়রা ইউনিয়নের আন্ধারমানিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নির্মলা দাস উপজেলার বয়রা ইউনিয়নের মৃত্র জীতেন দাসের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য মো.খলিলুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুরে বাড়ির পাশে পাঠগ্রাম অনাথবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পাশের কালভার্টে বসে গোসল করতে ছিলেন। এসময় বন্যার পানির স্রোতে তিনি ভেসে যান এবং কালভার্টের ভেতরে আটক পড়েন। পরে ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিয়ে তারা এসে বেলা ৩টার দিকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর তাকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন এবং নিহতের স্বজনরা মরদেহ বাড়ি নিয়ে যান।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ