লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা-রংপুর সড়কের শেখ হাসিনা দ্বিতীয় তিস্তা সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে কাকিনা মোড়ে ইট লোহার ব্যারিকেড দিয়ে চলাচল বন্ধ করে দেয়া হয়।
এরআগে গত ১৪ সেপ্টেম্বর কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করেন।
জানা যায়, ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটির উদ্বোধন করেন। সেদিন থেকেই সেতুর দুই পাশে প্রায় ১২ কিলোমিটার সড়কে পণ্যবাহী ট্রাক ও বাস চলাচলের উপযোগী নয় এই অজুহাতে ইট ও লৌহদণ্ডের একটি ব্যারিকেড দিয়ে বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর গত ২১ জানুয়ারি প্রধানমন্ত্রীর দফতরের নির্দেশে ব্যারিকেড খুলে দেওয়া হলে সড়কটি দিয়ে ভারী যানবাহন চলাচল শুরু হয় এবং ৮ মাসেই সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম বলেন, বুধবার সকাল থেকে ব্যারিকেড দেওয়া হচ্ছে। সড়কটিকে পূর্ণাঙ্গ মেরামত কার্যক্রমের সুবিধার্থে ২৪ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত ভারী যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।
নয়া শতাব্দী/এসএ/এমটি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ