ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

৮ দিন পর বুড়িমারী স্থলবন্দরের কর্মবিরতি প্রত্যাহার

প্রকাশনার সময়: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪৮

বকেয়া মজুরির দাবিতে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।

শ্রমিকদের মজুরি বকেয়া রাখায় গত আট দিন ধরে কাজ বন্ধ রেখে ধর্মঘট পালন করেছে শ্রমিকরা। এর ফলে অচল হয়ে পড়ে বুড়িমারী স্থলবন্দরের কার্যক্রম। এ সংকট নিরসনে গতকাল বন্দর পরিদর্শনে আসেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মন্ত্রীর আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেন তারা।

শ্রমিক নেতা সাজ্জাদ হোসেন জানান, প্রতিমন্ত্রী মহোদয়ের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছি। যদি তারা কথা না রাখতে পারে তাহলে শ্রমিকরা আবারও কর্মবিরতিসহ আন্দোলনের ঘোষণা দেবেন।

বুড়িমারী স্থলবন্দর শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার আব্দুল আলীম জানান, যে গাড়িগুলো আটকে ছিল সেগুলো আগে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বর্তমানে বন্দর পুরোপুরি চালু রয়েছে।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ