ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

উখিয়ার আশ্রয় শিবিরে মাঝিকে কুপিয়ে হত্যা

প্রকাশনার সময়: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২১:০৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ আইয়ুব (৩৫) নামে এক সাব মাঝিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উখিয়ার কুতুপালং ১৮নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত মোহামম্দ আইয়ুব ১৮নং ক্যাম্পের সাব মাঝি ছিলেন।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলে নিজ ঘরে ফেরার পথে ১৫ থেকে ২০ জনের একটি দল তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে আরসা বিরোধী হওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। ক্যাম্পের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ