ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের কর্মসূচী চলাকালে শহরজুড়ে ব্যাপক ভাংচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে হেফাজতে ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর ইউনিয়ন সভাপতি মোঃ মনির মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে তাকে সদর থানা পুলিশের একটি বিশেষ টীম গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মনির মিয়া তান্ডবে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
জিজ্ঞাসাবাদে তিনি জানান, হেফাজতের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে সরকার উৎখাতের সূদুরপ্রসারি পরিকল্পনার অংশ হিসেবে তিনি মাদরাসার ছাত্র ও শিক্ষকদের সাথে নিয়ে সদর উপজেলার নন্দনপুর ও বিশ্বরোড এলাকায় তান্ডব চালান।
খোঁজ নিয়ে জানা গেছে, তান্ডবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন থানায় মোট ৫৬টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি, সরাইল থানায় ২টি এবং আখাউড়া রেলওয়ে থানায় ১টি মামলা দায়ের করা হয়। এ সব মামলায় ৪১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০/৩৫ হাজার লোককে আসামী করা হয়। পুলিশ সোমবার রাত পর্যন্ত এসব মামলায় ৫৮১ জনকে গ্রেপ্তার করে।
এব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক সহিংসতা চালায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা।
হামলাকারীরা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন, পৌরসভা কার্যালয়, সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, এসিল্যান্ডের কার্যালয়, সুর সম্রাট আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তন, পুলিশ সুপারের কার্যালয় ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবসহ সরকারি, বেসরকারি প্রায় অর্ধশতাধিক স্থাপনায় হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে পুরো ব্রাহ্মণবাড়িয়াকে মৃত্যুপুরিতে পরিনত করে।
নয়া শতাব্দী/ এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ