ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

নেত্রকোণায় কিলঘুষিতে প্রাণ গেলো বৃদ্ধার

প্রকাশনার সময়: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ২১:১০

নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের কিলঘুষিতে মস্তুরা আক্তার (৬০) নামের এক বৃদ্ধা মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার পাঁচহার বড় বাড়ি পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মস্তুরা আক্তার উপজেলার একই গ্রামের নুরুদ্দিনের স্ত্রী।

নিহতের পরিবারের বরাত দিয়ে কেন্দুয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আশরাফুল আলম জানান, নিহতের পরিবারের সাথে জায়গা জমি নিয়ে প্রতিবেশী আঙ্গুর ও লিটন গংদের সাথে বিরোধ চলে আসছিল। শনিবার ওই জমিতে নিহতের ছেলে গরু বাধতে গেলে প্রতিপক্ষ আঙ্গুর গংদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতিতে লিপ্ত হয়। এতে মস্তুরা আক্তার কিলঘুষিতে আহত হন। তাকে উদ্ধার করে কেন্দুয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানা আনা হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। এ ব্যাপার মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের ধরতে এলাকায় অভিযান চলছে।

নয়া শতাব্দী/এসএ/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ