ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

টাঙ্গাইলে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশনার সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ২২:৫১

টাঙ্গাইলের বাসাইলে বাসুলিয়ায় চাপড়া বিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিঞা স্মরণে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জানা গেছে, চাপড়া বিলে প্রতি বছর নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে দুপুর থেকেই দর্শনার্থীদের ঢল নামে ওই এলাকায়। আশপাশসহ পার্শ্ববর্তী জেলার বৃদ্ধ ও শিশুসহ বিভিন্ন বয়সের অর্ধ লক্ষাধিক মানুষ নৌকাবাইচ দেখতে আসেন।

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকা থেকে সুসজ্জিত নৌকা অংশ নেয়। বাদ্যযন্ত্রের তালে তালে আর বৈঠার ফেলার ছপ ছপ শব্দ যেন একাকার হয়ে গিয়েছিল চাপড়া বিলে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পরিমাণ পুলিশ দায়িত্ব পালন করে। সন্ধ্যার দিকে শেষ হয় এই প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় টাঙ্গাইলে কয়েকটি উপজেলা থেকে আল্লাহ ভরসা, মায়ের দোয়া, সোনার তরী, হিরার তরী, ফুলের তরী, আদর্শ তরী, ময়ূরপঙ্খী, পঙ্খীরাজ ও জলপরীসহ বাহারী নাম ও রঙের ডিঙি, কুশা, সিপাই, খেলনা, অলংগাসহ কয়েক ধরনের প্রায় অর্ধশতাধিক নৌকা অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় ‘মা-বাবার দোয়া’ নামের নৌকাটি চ্যাম্পিয়ন হয়। তারা প্রথম পুরস্কার হিসেবে মোটরসাইকেল পান। আর ‘চাচা-ভাতিজা’ নামের নৌকাটি দ্বিতীয় স্থান লাভ করে ফ্রিজ পান। নিউ হুগড়া একতা তৃতীয় হয়। পরে অতিথিবৃন্দ বিজয়ী, চ্যাম্পিয়ন ও রানার্সআপসহ অংশগ্রহণকারী প্রত্যেকটি নৌকার বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) আখতার হোসেন। প্রধান আলোচক ছিলেন আনোয়ার খান মডেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের কিডনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এমএ সামাদ। স্বাগত বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারি সচিব আমীন শরিফ সুপন।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. ওলিউজ্জামানের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউস, সাধারণ সম্পাদক মির্জা রাজিক প্রমুখ।

নয়া শতাব্দী/এমবি/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ