ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

প্রকাশনার সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪৬

পিরোজপুরের কাউখালীতে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এতে আতঙ্কে রয়েছেন সাধারণ জনগণ।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে দেখা গেছে, ৩৮ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এর ভিতরে ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। অথচ রোগীদের সিট আছে মাত্র ২০টি। অস্থায়ী ভবনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা চলছে। যেখানে গত ১৫ দিনে ২৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে।

ডেঙ্গু রোগী ভর্তি চুন্নু জোমাদ্দার ও নাজমা বেগম বলেন, আমরা হাসপাতালে ভর্তি হয়ে ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছি। প্রয়োজনীয় ওষুধপত্র হাসপাতাল থেকে আমাদের সরবরাহ দিচ্ছে।

এক রোগীর আত্মীয় মো. এনামুল হক বলেন, হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সেবা পেয়ে আমরা সন্তুষ্ট।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার সাগরিকা বলেন, ডেঙ্গু রোগীদের আতঙ্কিত হওয়ার কিছুই নাই। হাসপাতলে এর চিকিৎসা চলছে। ডেঙ্গু রোগীদের আলাদা রাখার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনীয় ওষুধপত্র হাসপাতাল থেকে আমরা দিচ্ছি।

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা জানান, আমরা সাধ্যমত প্রতিটি রোগীর চিকিৎসা করে যাচ্ছি। সরকার নির্ধারিত ওষুধ আমরা রোগীদের মাঝে বিতরণ করছি। আশা করি নতুন ভবন হলে আমরা আরো অনেক সুযোগ সুবিধা রোগীদের দিতে পারব।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ