ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

রূপগঞ্জে গাঁজা ও ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশনার সময়: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে গাঁজা ও ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১।

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চট্রগ্রামের বাকুলিয়া থানাধীন বউ বাজার এলাকার কবিরের ছেলে শাহ আলম মুন্না (২৬), কুমিল্লার মুরাদ নগর থানাধীন কুরুন্দী এলাকার ধনু মিয়ার ছেলে সাহাবুদ্দিন (২৪) ও দেবীদার থানাধীন রসুলপুর এলাকার মতিন মিয়ার ছেলে রুবেল(২৭)।

রূপগঞ্জ থানার ওসি (অপারেশন) তন্ময় মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র‍্যাব-১১ এর একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী এলাকায় তল্লাশি চৌকি বসায়। এ সময় সিলেটগামী একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে দুটি প্লাস্টিকের বস্তায় ৫১ কেজি গাঁজা ও দুটি পাটের বস্তায় ৩৮৮ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে গ্রেফতার করে।

এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। রাতেই র‍্যাব গ্রেফতারকৃতদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নয়া শতাব্দী/এসএ/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ