ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

লিবিয়ায় ঝড়ের তাণ্ডবে নিহত রাজবাড়ীর দুই যুবক

প্রকাশনার সময়: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৪৯

লিবিয়ায় ঘূর্ণিঝড় ‘দানিয়েলে’র আঘাতে মারা যাওয়া ৬ বাংলাদেশির মধ্যে ২জন রাজবাড়ীর পাংশা উপজেলার বাসিন্দা।

নিহতরা হলেন- সুজন খান (২৩) যশাই ইউনিয়নের ধোপাকেল্লা গ্রামের দুলাল খানের ছেলে এবং শাহীন সেখ (৪০) একই উপজেলার হাবাসপুর গ্রামের আরশাদ মণ্ডলের ছেলে।

সুজনের বড়ভাই জুবায়ের খান জানান, তারা ৪ ভাইবোন। ২০১৯সালে সুজন লিবিয়ায় পাড়ি জমায়। পুরো পরিবারের সংসার খরচ তার হাতেই ছিলো। লিবিয়া প্রবাসী তার মামাতো ভাইয়ের মাধ্যমে প্রথম এ দুঃসংবাদ জানতে পারে। সুজনের মৃত্যুতে ওর পরিবার এখন দিশাহারা।

শাহিন খানের বাবা আরশেদ মণ্ডল বলেন, ১০মাস আগে সে লিবিয়া যায়। অনেক দেনা করে গেলেও ভালো কাজ পাওয়ায় আমাদের সংসারে আর্থিক শান্তি ফিরতে শুরু করেছিল।

যশাই ইউনিয়নের চেয়াম্যান আবু হোসেন খান বলেন,খবর পেয়ে আমি তাদের বাড়ি গিয়ে খোঁজ-খবর নিয়েছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ স্থানীয় জেলা প্রশাসনের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে। মরদেহ লিবিয়ায় দাফন হবে নাকি দেশে ফিরিয়ে আনা হবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানতে পারেননি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ