গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে কছিরন নামের এক নারী হাজতির (৪৫) মৃত্যু হয়েছে। তিনি একটি হত্যা মামলার আসামি ছিলেন।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে তিনি মারা যান। কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ এ তথ্য জানিয়েছেন।
কছিরন জামালপুর জেলা সদর থানার গোপালপুর এলাকার লোকমান হোসেনের স্ত্রী।
জেল সুপার শাহজাহান আহমেদ জানান, জামালপুর জেলা সদর থানার একটি হত্যা মামলার আসামি কছিরন এ কারাগারে বন্দি ছিলেন। গত ১৯ আগস্ট তাকে ময়মনসিংহ কারাগার থেকে এ কারাগারে স্থানান্তর করা হয়। ময়মনসিংহ কারাগারে অসুস্থ থাকাবস্থায় তাকে ঢাকা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। শুক্রবার দুপুরের দিকে তিনি হঠাৎ কারাগারের ভিতর অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কারা হাসপাতালে ও পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মাহমুদা আক্তার জানান, বিকেল ৩টার দিকে কছিরনকে মৃত অবস্থায় এ হাসপাতালে আনা হয়।
নয়া শতাব্দী/এসএ/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ