ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

নান্দাইলে হতদরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ 

প্রকাশনার সময়: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ২১:৫৬

ময়মনসিংহের নান্দাইলে হতদরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে চরবেতাগৈর ইউনিয়নের চরভেলামারি আশ্রয়ণ প্রকল্পের হতদরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ করা হয়।

সেবা ফাউন্ডেশনের আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ৩৩ জন হতদরিদ্র নারীকে ২টি করে মোট ৬৬টি ছাগল বিতরণ করা হয়।

সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আমজাদ খানের সভাপতিত্বে ও সেবা ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব রিয়াদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সেবা ফাউন্ডেশনের পরিচালক ইউসুফ আকন্দ মুজিবুর,সাংবাদিক রফিকুল ইসলাম মোড়ল প্রমুখ।

নয়া শতাব্দী/এসএ/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ