ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ডিবি প্রধান হারুনের বাড়িতে দুই মন্ত্রীর মধ্যাহ্নভোজ

প্রকাশনার সময়: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:০৮

কিশোরগঞ্জে ডিবি প্রধান হারুনের বাড়িতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুরে ডিবি হারুনের গ্রামের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন তারা।

এ সময় সাথে ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মাদ আবুল কালাম আজাদ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ প্রমুখ।

খাবারে ছিল বিস্তীর্ণ হাওরের রুই মাছ, ঘাগট মাছ, বাইন মাছ, লাসা মাছ, চিংড়ি মাছ ও টাকি মাছের ভর্তা। এ ছাড়াও রাজ হাঁস, দেশি পাতি হাঁস, দেশি মুরগি এবং গরুর মাংস দিয়ে দুই মন্ত্রীদের আপ্যায়ন করা হয়।

ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ডাক ও টেলিযোগযোগমন্ত্রী মোস্তফা জব্বার আমার আত্মীয়। সেই সূত্রেই আমার পারিবারিক মিলন মেলায় তিনি অংশগ্রহণ করেন। আর পরিকল্পনামন্ত্রী কিশোরগঞ্জে সফরে ছিলেন। তিনিও আমার আমন্ত্রণে বাড়িতে আসেন এবং দুপুরের খাবার সারেন।

মধ্যাহ্নভোজের আগে দুই মন্ত্রী মিঠামইন অবস্থিত প্রেসিডেন্ট রিসোর্টে আসলে তাদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

নয়া শতাব্দী/এসএ/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ