ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

নান্দাইলে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশনার সময়: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৭ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৩

‘প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাও’ এই মূলমন্ত্রকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক সংগঠন মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৮৫ জন অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নান্দাইল পুরাতন বাসস্টেন্ড শহীদ মিনারে আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন এর উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম ও স্কুল ড্রেস বিতরণ করা হয়।

আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা মো. জাকির হোসেন ভুইয়ার সভাপতিত্বে ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশরাফুল জামান রিপন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভিডিও কলে অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌর মেয়র মো. রফিক উদ্দিন ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. এনামুল হক বাবুল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুল আমিন, নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম আঞ্জু, নান্দাইল জসদের সভাপতি এ হান্নান আল আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী শামসুল হুদা সবুজ, ইসলামিক আমিন স্কুল অ্যান্ড মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা বোরহান উদ্দিন, শেরপুর প্রবাসী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ সরকার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক স্বপন মিয়া, প্রচার সম্পাদক ইজাজুল, সদস্য আনোয়ারুল ইসলাম কাউসার, আলমগীর কবির, তারেক আজিজ রাহাত, সোহান ফকির প্রমুখ।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ