ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

পঞ্চগড় সীমান্তে বাংলাদেশির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

প্রকাশনার সময়: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫১ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৩

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নের মোমিনপাড়া সীমান্তের মেইন পিলারের দুই নম্বর সাব পিলার-সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত নুর ইসলাম (৩৫) বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের বকশীগঞ্জ গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে সীমান্ত দিয়ে গরু চোরাচালানের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১৯৫ কাঞ্চনজঙ্ঘা বিওপির টহল দল কয়েক রাউন্ড গুলি ছুড়ে। বৃহস্পতিবার সকালে নুর ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখেন সীমান্তের স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ ও বিজিবি সদস্যরা।

স্থানীয়দের ধারণা চোরাচালানের সময় বিএসএফ এর গুলিতে তার মৃত্যু হয়েছে।

হাড়িভাসা ইউপি চেয়ারম্যান সাইয়েদ নুরে আলম জানান, বুধবার রাত ১২টার দিকে গুলির আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। পরে এলাকায় স্থানীয় কিছু যুবক সীমান্তের আশপাশে খোঁজাখুঁজি করেন। তবে গভীর রাতে কিছু দেখা পায় না তারা। পরে বৃহস্পতিবার ভোরে ওই এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে সীমান্তে বাংলাদেশের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ