সাতক্ষীরার শ্যামনগরে পুকুরে ডুবে ফয়জুল্লাহ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে পৌরসভার সোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ফয়জুল্লাহ (৪) ওই গ্রামের মো. রেজাউল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, শিশু ফয়জুল্লাহ দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন ও বাবা পার্শ্ববর্তী মাছের ঘেরে মাছ ধরছিলেন এবং তার দাদা বাড়ির আঙিনায় বেড়া দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অগোচরে সে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। একপর্যায়ে ছেলেকে বাড়ির উঠানে দেখতে না পেয়ে তাকে খুঁজতে শুরু করেন তার মা। পরে শিশুটিকে তারা পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক ডা. মিলন হোসেন জানান, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়।
নয়াশতাব্দী/এমটি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ