জামালপুরে যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে হ্রাস পেতে শুরু করলেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে পুরাতন ব্রহ্মপুত্র নদে।
গত ২৪ ঘণ্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৬ সেন্টিমিটার হ্রাস পেলেও এখনো বিপদ সীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময় পুরাতন ব্রহ্মপুত্র নদের জামালপুর ফেরিঘাট পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে ৯ সেন্টিমিটার।
বন্যায় জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার ১৮টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়েছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্র, সড়ক বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন তারা।
বন্যায় ডুবে গেছে নিম্নাঞ্চলের সড়ক, ৬ হাজার ৫০০ হেক্টর জমির রোপা-আমন, বীজতলা ও সবজিসহ বিভিন্ন ফসল। পানিতে ডুবে ফসলের ক্ষতি হওয়ায় বিপাকে রয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকরা।
বন্যা দুর্গতদের মাঝে বিতরণের জন্য সরকারিভাবে ১০০ মেট্রিক টন চাল ও ১৪ লাখ টাকা বরাদ্দ দেয়ার কথা বলা হলেও বানভাসিরা বলছেন, তাদের কাছে কোনো ত্রাণ সামগ্রী পৌঁছেনি।
দুর্গত এলাকায় শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশু ও গোখাদ্য সংকট রয়েছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ