ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

ঝালকাঠিতে দুই দিনব্যাপী সাহিত্য ও বই মেলা শুরু

প্রকাশনার সময়: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৪৬

ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী সাহিত্য ও বই মেলা শুরু হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমাদুল হক মনির।

উত্তরীয় পরিয়ে এবং ফিতা কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এ সময় মেলায় জেলার বিভিন্ন স্থানের কবি সাহিত্যিক, লেখক, নাট্যকার, ছড়াকার, প্রবন্ধকার, আবৃত্তি শিল্পীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজন অংশ নেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, ছড়া, নাটিকা অভিনয়সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও বই মেলার আয়োজন করা হয়।

নয়া শতাব্দী/এসএ/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ