সিলেটের এয়ারপোর্ট এলাকায় টিকটক ভিডিও বানাতে বাধা দেওয়ায় এক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ওই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য নয়ন চন্দ্র পর্দার (২৫)।
এ ঘটনায় আহত পুলিশ সদস্য নয়ন চন্দ্র পর্দার বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করলে রাতে চার যুবককে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার চারজন হলেন- জগন্নাথপুর উপজেলার গড়গড়ি এলাকার জুবেল (২৫), জুয়েল (৩৬) ও জুমেল (২১) এবং বিশ্বনাথ উপজেলার সালিয়া গ্রামের আবজাল (১৯)।
জানা গেছে, গত শুক্রবার এক যাত্রীকে বিদায় দিতে ওসমানী বিমানবন্দরে যান ওই চার যুবক। বিদেশ যাত্রীকে বিদায় দেওয়ার পর বিমানবন্দর এলাকায় টিকটক ভিডিও বানাতে শুরু করেন তারা। বিমানবন্দর আনসার বাহিনীর সদস্যরা তাদের বাধা দিলে আনসার সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করেন তারা।
পরে পুলিশ সদস্য নয়ন চন্দ্র পর্দার সেখানে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করেন অভিযুক্তরা।
এ ব্যাপারে সিলেট এয়ারপোর্ট থানার ওসি মঈন উদ্দিন শিপন বলেন, ‘এ ঘটনায় শুক্রবার রাতে আহত পুলিশ সদস্য বাদী হয়ে মামলা করলে রাতেই চার যুবককে গ্রেফতার করা হয়। তাদের শনিবার আদালতে পাঠানো হয়েছে। আহত পুলিশ সদস্য চিকিৎসা নিয়েছেন।’
নয়াশতাব্দী/এমটি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ