ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

জামালপুরে যমুনার পানি বেড়ে বিপৎসীমার ওপরে

প্রকাশনার সময়: ০১ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৮

জামালপুরে বন্যার পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের পাহাড়ি ঢলে যমুনা ও ব্রহ্মপুত্রসহ সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। তলিয়ে গেছে ফসলি জমি।

বর্তমানে জেলার যমুনার তীরবর্তী দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার মানুষ বন্যা আতঙ্ক রয়েছেন। নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ইসলামপুর উপজেলার যমুনা তীরবর্তী ছয়টি এবং দেওয়ানগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলসহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

অন্যদিকে ইসলামপুর-মাহমুদপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়ে পড়েছে। অনেক পানিবন্দী পরিবার অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছে।

জামালপুর পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ।

ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের গিলাবাড়ি,পশ্চিম বামনা, বিরেমারা, সিংভাঙা ও ডেবরাইপেচ এবং পার্থশী ইউনিয়নের পূর্ব ঢেগাড় গড়, পশ্চিম ঢেগাড় গড়, সুরের পাড়সহ প্রায় ২০টি গ্রামের ৪ হাজারের অধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যার পানির নিচে একের পর এক তলিয়ে যাচ্ছে সদ্য রোপণ করা রোপা আমনসহ সবজি ক্ষেত।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ