ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

লন্ডনে বসে দেশ চালানো যায় না : পরিকল্পনামন্ত্রী

প্রকাশনার সময়: ৩১ আগস্ট ২০২৩, ২২:০৬

তারেক রহমানকে উদ্দেশ্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দণ্ডিত আসামি হয়ে লন্ডনে বসে দেশ চালানো যায় না। দেশ চালাতে হলে আগে দেশে আসতে হবে। অন্য দেশে কথা বলে বাংলাদেশের উপকার করা যাবে না। বাংলাদশের উপকার করতে হলে দেশে আসতে হবে। গ্রামগঞ্জের গরিব-দুঃখী মানুষের পাশে থাকতে হবে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি শহীদ স্মৃতি সংসদের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১৫ বছরে সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। দেশের শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানি, যোগাযোগ ব্যবস্থা, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকার কাজ করছে। সরকারের ধারাবাহিক উন্নয়নের জন্য আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

শহীদ স্মৃতি সংসদের সভাপতি নূর মোহাম্মদ জুয়েলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুভাশীষ ধর, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

এর আগে এলজিইডি বাস্তবায়নে ৯৬ লাখ ৭৮ হাজার ২০০ টাকা ব্যয়ে ছিরামিশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও ৯০ লাখ ৯৬ হাজার ৮০০ টাকা ব্যয়ে মশাজান কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ