ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

লালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

প্রকাশনার সময়: ৩১ আগস্ট ২০২৩, ১৯:০৫

নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় সিমা খাতুন (২৫) নামের এক ইপিজেড কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কদমচিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিমা খাতুন উপজেলার কদিমচিলান গ্রামের মাজেদুল ইসলামের স্ত্রী এবং তিনি ঈশ্বরদী ইপিজেডে চাকরি করতেন। আহতদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক আলিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পাবনার ঈশ্বরদী ইপিজেডের ভাড়া করা একটি লেগুনা পাবনা-নাটোর মহাসড়কের কদমচিলানে দাঁড়িয়ে ইপিজেডের কর্মীদের তুলছিল। এ সময় পাবনাগামী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা লেগুনাটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ইপিজেডের কর্মী নিহত হন। আহতদের উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও লেগুনা জব্দ করা হয়েছে। ট্রাকচালক পালিয়ে গেছে। মামলার প্রস্তুতি চলছে।

নয়া শতাব্দী/এসএ/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ