ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

মুন্সীগঞ্জে গোসলে নেমে কিশোরীর মৃত্যু

প্রকাশনার সময়: ২৬ আগস্ট ২০২৩, ১৭:৪৬

মুন্সীগঞ্জের গজারিয়ায় কাজলী নদীতে গোসল করতে নেমে আনিসা আক্তার (১০) নামের এক কিশোরী নিখোঁজ হওয়ার পৌনে এক ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের নতুন চর ঘাটে এ ঘটনা ঘটে।

নিহত আনিসা আক্তার একই এলাকার আমির হোসেন মোল্লার মেয়ে এবং হোসেন্দী দাখিল মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে হোসেন্দী ইউনিয়ন পরিষদের সদস্য মহিউদ্দিন মোল্লা জানান, দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে একই এলাকার এক বান্ধবী কে নিয়ে কাজলী নদীতে গোসল গোসল করতে গিয়ে ডুবে গিয়ে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পৌনে একঘণ্টা পর ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোল্লা সোহেব আলী জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইউডি মামলার প্রস্তুতি চলছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ