ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় একটি খামারে হঠাৎ অস্ট্রেলিয়ান জাতের ৪টি গাভীর একসঙ্গে মৃত্যু হয়েছে।
রোববার (২০ আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলার বালিয়ান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়নবাড়ীগ্রামের আল আমিন জুয়েলের খামারের গাভীগুলো মারা যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার রহস্য তদন্তে নেমেছেন উপজেলা প্রাণী সম্পদ বিভাগের পশু চিকিৎসকরা।
উপজেলা প্রাণী সম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
খামার মালিক আল আমিন জুয়েল জানান, নিত্যদিনের মতো গাভীগুলোকে স্বাভাবিক খাবার দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ কেন এই সুস্থ সবল গাভীগুলো মারা গেছে তা বুঝতে পারছি না। এতে আমার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ডা. মো. জাহাঙ্গীর আলম জানান, একসঙ্গে চার গাভীর মৃত্যুর ঘটনাটি শোনার পর পর খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছি। আগামীকাল এই নমুনা ঢাকায় পাঠানো হবে। সেখান থেকে প্রতিবেদন পেলে এই গাভীগুলোর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে। তবে সরেজমিন পরিদর্শনে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একযোগে এই গাভীগুলোর বিষক্রিয়ায় হতে পারে। তা ঘাস বা অন্য কোন খাবার থেকেও হতে পারে।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ