আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, বাংলাদেশের মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৫ আগস্ট নির্মমভাবে হত্যার নেপথ্য পরিচালকের ভূমিকায় ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এসময় তিনি খন্দকার মুশতাককে দিয়ে নায়কের পাঠ করিয়েছেন।
রোববার (২০ আগস্ট) বিকালে বড়াইগ্রাম পাইলট স্কুল মাঠে বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জিয়াউর রহমান হ্যাঁ-না ভোটের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন। সেনা কর্মকর্তা, ছাত্রনেতাদের গুম-খুন করে ক্ষমতা দখল করেছিলেন। বঙ্গবন্ধু কন্যা মানবতার মা শেখ হাসিনা দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। মানুষের ভোট-ভাতের অধিকার নিশ্চিত করেছেন। দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তর করেছেন। মানুষের ভবিষ্যৎ নিশ্চিত করতে সর্বজনীন পেনশন চালু করেছেন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, ষড়যন্ত্র রুখে পুনরায় ক্ষমতায় যেতে ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তার বক্তৃতায় আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক এসএম কামাল বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তার জন্যই সকলকে কাজ করতে হবে। দলের মধ্যে বিভেদ সৃষ্টি করে আওয়ামী লীগ করা যাবে না। মনোনয়ন সবাই চাইতে পারেন। তবে কাকে দেবেন সেই সিদ্ধান্ত দলীয় সভাপতির।
তিনি বলেন, আজকের শোক সভা কোনো ব্যক্তির নয়, তাই দাওয়াত পেয়েও যারা এই সভায় আসেন নাই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা দেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, নাটোর-নওগাঁ আসনের এমপি রত্না আহমেদ, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক সহ-সভাপতি কুহেলী কুদ্দুস মুক্তি, বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন প্রমুখ।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ