কিশোরগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। রোববার (২০ আগস্ট) দুপুরে সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা নেত্রকোণার কলমাকান্দার সদর ইউনিয়ন ও রংগাতিসহ বিভিন্ন গ্রামের মাইজভান্ডার শরীফের ভক্ত।
জানা গেছে, চট্রগ্রামের ফটিকচড়ির মাইজভান্ডার শরীফ থেকে ৬০ জন ভক্তের একটি কাফেলা ইমাম পরিবহনের বাসে করে নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ফিরছিল। পথিমধ্যে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের রশিদবাদ ইউনিয়নের সামনে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে যায়। এই ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
আহতদের কিশোরগঞ্জ ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সাথে সাথে স্থানীয়রা প্রাথমিকভাবে বাসের উদ্ধার কাজে অংশ নেয়, পরে খবর পেয়ে উদ্ধার কাজে যুক্ত হয় কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী জানান, আমরা খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করি। রোববার বিকেল ৫টা পর্যন্ত আমাদের উদ্ধার অভিযান শেষ করি। এ ঘটনায় বেশ কিছু যাত্রী আহত হলেও কোনো নিহত হননি।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ