পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে মেয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার বাসিন্দা তরিকুল ইসলাম বলেন, জুমার নামাজ শেষে বাড়ি যাওয়ার পথে হাসপাতালের গেটের সামনে মানুষের ভিড় দেখতে পাই। সেখানে গিয়ে দেখি ডাস্টবিনের মধ্যে লাল কাপড়ে মোড়ানো নবজাতক ফেলে রাখা হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার নির্ধারিত সময়ের আগেই গর্ভপাত করানো হয়েছে বলে মনে হচ্ছে।
এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম শামীম বলেন, হাসপাতাল গেট সংলগ্ন ডাস্টবিনে একটি অপরিপক্ব নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, নবজাতকের মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ