ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বাড়ি ফেরা হলো না স্কুলশিক্ষার্থী সাইফের

প্রকাশনার সময়: ১৭ আগস্ট ২০২৩, ১৮:০০

মেহেরপুর সদরে শ্যালোইঞ্জিন চালিত আলগামনের চাকায় পিষ্ট হয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাইফের মৃত্যু হয়েছে। এ সময় বেঁচে যায় তারই স্কুলের সহপাঠী নাসিরুল্লাহ।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার গোভিপুর গ্রামের বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফ গোভিপুর গ্রামের ধাপাড়ি পাড়ার স্বাধীন হোসেনের ছেলে।

প্রতক্ষদর্শীরা জানান, গোভিপুর প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শেষে সাইফ ও তার সহপাঠী নাসিরুল্লাহ একটি সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। সাইফ সাইকেল চালাচ্ছিলেন। গোভিপুর গ্রামের বাজার পার হয়ে নাসিরুল্লাহ সাইকেল থেকে লাফ দিয়ে নেমে পড়ে। রাস্তা খারাপ থাকায় সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় সাইফ। এ সময় বিপরীত দিক থেকে আসা পাটখড়ি বোঝাই একটি শ্যালোইঞ্জিন চালিত আলগামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, কিভাবে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

নয়া শতাব্দী/এসএ/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ