ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ভাঙ্গায় স্মার্ট ফোন কিনে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা

প্রকাশনার সময়: ১৫ আগস্ট ২০২৩, ২৩:৫৬

ফরিদপুরের ভাঙ্গায় স্মার্ট ফোন কিনে না দেওয়ায় অভিমান করে সুরাইয়া আক্তার (১৭) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১৫ আগস্ট ) রাত সাড়ে আটটার সময় উপজেলার পৌরসভার ৬নং ওয়ার্ডের পূর্ব সদরদী বাস্তখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুরাইয়া আক্তার নগরকান্দা উপজেলার পোড়াদিয়া এলাকার সাখায়াত মাতুব্বরের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুরাইয়ার মায়ের সঙ্গে প্রায় ৬ বছর আগে তার বাবার বিবাহ বিচ্ছেদ হয়। এর পর থেকে সুরাইয়া ও তার বোন মায়ের সাথে নানা বাড়িতে বসবাস করতেন। বেশ কিছুদিন যাবত মায়ের কাছে সুরাইয়া একটি স্মার্ট ফোনের আবদার করে আসছিল। অসহায় মা ফোন কিনে দিতে না পারায় সুরাইয়া অভিমান করে ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানা হেফাজত নিয়ে যায়।

ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম বলেন, আমরা খবর পাই ভাঙ্গা থানার পৌরসভার ৬নং ওয়ার্ডের পূর্ব সদরদী বাস্তখোলা এলাকায় এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ থানা হেফাজতে নিয়ে আসে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ