ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

কুলাউড়ায় আটক জঙ্গিদের নিয়ে সিটিটিসির অভিযান

প্রকাশনার সময়: ১৫ আগস্ট ২০২৩, ১৩:৫৬

মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি ও আশপাশের পাহাড়ি এলাকায় আরও জ‌ঙ্গি আস্তানার সন্ধানে অভিযানে নেমেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে আটককৃত জঙ্গিদের নিয়ে এ অভিযান শুরু করে সিটিটিসি দল। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান।

এর আগে সোমবার (১৪ আগস্ট) সকালে কর্মধা ইউনিয়নের আছকরাবাদ বাজার থেকে স্থানীয় লোকজন ১৭ জঙ্গিকে আটক করেন। খবর পেয়ে থানাপুলিশ ও পরে কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি) ঘটনাস্থলে এসে তাদের হেফাজতে নেয়। তার আগে গত শনিবার পূর্ব টাট্টিউলি গ্রাম থেকে ১০ জঙ্গিকে আটক করা হয়।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ