ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

জামালপুরে অবৈধভাবে বালু উত্তোলন, গ্রেফতার ৩

প্রকাশনার সময়: ১২ আগস্ট ২০২৩, ২১:০১

জামালপুরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ আগস্ট) দুপুরে সদর উপজেলার বানারেরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান এ অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের সঙ্গে পুলিশও ছিলেন।

গ্রেফতারকৃতরা হলেন, মো. মুরাদ (৫০), সেলিম মিয়া (৫০) ও নূর উদ্দিন (৫৩)।

ভ্রম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নিয়মনীতি উপেক্ষা করে ব্রহ্মপুত্র নদ থেকে প্রতিনিয়ত অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি অসাধু চক্র। এতে সরকার লাখ লাখ টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। এ অভিযোগ পেয়ে সদর উপজেলার শরিফপুরের বানারের পাড় এলাকায় ব্রহ্মপুত্র নদে অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান বলেন, জেলা প্রশাসনের নির্দেশে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ এর ক, খ এবং ছ ধারা লঙ্ঘন করায় আসামি সেলিম মিয়া এবং নূর উদ্দিনকে সাত দিনের জেল দেওয়া হয়েছে। এ ছাড়া একই আইনের ধারা লঙ্ঘন করায় মো. মুরাদকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।

এ বিষয়ে শরিফপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম বলেন, আমি নিধি এন্টারপ্রাইজের নামে সরকারিভাবে লিজ নিয়ে বালু উত্তোলনের ব্যবসা করে আসছি। অবৈধভাবে বালু উত্তোলন করা হয়নি।

নয়া শতাব্দী/এসএ/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ