ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

কুলাউড়ায় একটি বাড়িতে সিটিটিসির অভিযান

প্রকাশনার সময়: ১২ আগস্ট ২০২৩, ০৮:৫৬
ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে উপজেলার ১৩ নম্বর কর্মধা ইউনিয়নের জুগিটিলা গ্রামের ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে।

এ প্রসঙ্গে কুলাউড়ার কর্মদা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ জানান, তার ইউনিয়নের পূর্ব টাট্টি উলি গ্রামের বাইশালী বাড়ি নামক এলাকায় একটি টিলার উপর নতুন স্থাপিত বাড়িটি ঘিরে রেখেছে আইশৃঙ্খলা বাহিনী।

এদিকে শনিবার সকাল ৭টার দিকে ওই বাড়িটিতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) অতিরিক্ত কমিশনার আশরাফুজ্জানের নেতৃত্বে অভিযান চলছে।

মৌলভীবাজার পুলিশ সুপার মঞ্জুর রহমান জানান, এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। পরে বিস্তারিত ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ