ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

নামাজরত অবস্থায় প্রধান শিক্ষকের মৃত্যু

প্রকাশনার সময়: ১১ আগস্ট ২০২৩, ১৮:৩১

মৌলভীবাজারের কমলগঞ্জে নামাজরত অবস্থায় জয়নাল আবেদিন নামের এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) মুন্সিবাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।

মৃত জয়নাল আবেদীন কুলাউড়া উপজেলার চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

মুন্সিবাজার ইউপির চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার জানান, কুলাউড়া থেকে আত্মীয়ের বরযাত্রী হয়ে কমলগঞ্জের মুন্সিবাজারে আসেন চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গোপালনগর গ্রামের জামাই জয়নাল আবেদীন। পরে জুমার নামাজ আদায়ের জন্য মুন্সিবাজার কেন্দ্রীয় জামে মসজিদে যান তিনি। নামাজ আদায়ের সময় হঠাৎ হার্ট অ্যাটাক হলে মসজিদের ফ্লোরে পড়ে যান। সেখান থেকে দ্রুত মৌলভীবাজার লাইফ লাইন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়নাল আবেদীনের মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জেলার শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন।

নয়া শতাব্দী/এসএ/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ